বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এর নেতৃত্বে তারাগুনিয়া গোরস্থান হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।