× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে ন্যায্যমূল্যের চাউল বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২২, ০৮:৫৯ এএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২২, ০৮:৫৯ এএম

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে ন্যায্য মূল্যের চাউল বিতরণ করা হয়েছে ৷ ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নে ১০ টাকা কেজি ন্যায্য মূল্যের চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার নাউরী বাজারে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ডিলার আবদুল কাদের, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখি, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগানে খাদ্য অধিদপ্তর খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্য শস্য বিতরণ কার্যক্রমের আওতায় এই চাউল বিতরণ করছে সরকার। ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৪শ' ৯৪ জন সু্বিধা ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষের খাদ্যের কোন অভাব হবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। গরীব ও দুস্থদের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী চাউল উপহার পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, যারা বর্তমান সরকারকে নিয়ে দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করছেন, তারা কখনো সফল হতে পারবেন না। তাই ষড়যন্ত্র না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.