× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘরের ব্যপক ক্ষতি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২২, ০৯:০৪ এএম

ছবিতে মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: সংবাদ সারাবেলা

গতকাল শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হঠাৎ করে  বৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাড়ী ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।  প্রচণ্ড ঝড়ের কারণে সাধারণ মানুষের ফসলী জমি, ঘর বাড়ী, ও দোকান পাটের ব্যাপক ক্ষতি সাধন এমনকি বিদ্যুতের খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে।

এছাড়াও বিভিন্ন এলাকার ছোট বড় অনেক গাছ রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রবল বর্ষণের কারণে মতলব উত্তর উপজেলার অনেক এলাকার ঘর বাড়িসহ  বিভিন্ন  রাস্তা ঘাটে হাঁটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ছেঙ্গারচর গ্রামের মাইন উদ্দিন দেওয়ানের বসত ঘরের চালের উপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়। তবে এ সময় ঘরের লোকজন রান্না ঘরে থাকায় প্রাণে রক্ষা পান।

সাইদুর রহমান জানান, প্রচণ্ড ঝড় কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে কলাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বিদ্যুতের খুঁটি হেলে পরার কারণে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। এ ছাড়াও ফসলী জমিসহ ফল ও তরকারি ক্ষেতের প্রচুর ক্ষতি সাধন হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.