× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরিফ উদ্দিন জুয়েল সমর্থকদের বিক্ষোভ ও গণ সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ:

২১ নভেম্বর ২০২৫, ২২:৩৫ পিএম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের উদ্যোগে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দৌলতপুরে জনগণের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গণ সমাবেশে দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই হাইকম্যান্ডের প্রতি অনুরোধ, দৌলতপুরে গণ জরিপ করে মনোনয়ন প্রদান করা হোক।

এ সময় আরো বক্তব্য রাখেন নুরুজ্জামান হাবলু মোল্লা। তিনি বলেন, দৌলতপুরে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে শরিফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। দৌলতপুরের মানুষ পরিবর্তন চায় এবং জুয়েলকে এমপি হিসেবে দেখতে চায়।

বক্তারা দাবি জানান, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে এই গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে দৌলতপুরের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.