নরসিংদীতে পলাশ শিল্পাঞ্চল কলেজ ভবন ভেঙ্গে ভয়াবহ ক্ষতি হয়েছে।এদিকে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া। এ দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীন ছেলে মৃতা: নাসির উদ্দীন (৬৫)ভূমিকম্পের সময় স্টোক করে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।
এ ছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয় ও গুরত্বর আহত হয় আরও তিনজন। এ মধ্যে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতে নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি ।
অপরদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গআজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান ( ৪০) ভূমিকম্পনকালে কম্পনের ফলে গাছ থেকে পড়ে যান এবং তাৎক্ষণিক নরসিংদী জেলা হসপিটালে নিলে ঢাকা মেডিক্যাল রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান জানান, ভূমিকম্পে ৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। বাকি একজনের মৃত্যুর বিষয়টি ভেরিফাই করা হচ্ছে,পরে জানানো হবে বলে জানান তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে গিয়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
এ ছাড়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে জেলা ও উপজেলায় কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে বলে �