× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলমডাঙ্গায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু এড. হাবিবুরের

আব্দুল্লাহ আল মামুন।

২২ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট হাবিবুর রহমান নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেন।

এসময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব ইবনুর রশীদ মাশুক। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলার সদস্য পিয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন, এবং গণ, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এড. হাবিবুর রহমান বলেন,“দেশের প্রথম রাজধানীর মর্যাদা অনুযায়ী চুয়াডাঙ্গাকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতায় বিশ্বাস করি। চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে জেলাটিকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লুটপাটের টাকা নেই, টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে বিশ্বাস করি না—সৎভাবে রাজনীতি করতে চাই। চুয়াডাঙ্গা–আলমডাঙ্গার সন্তান হিসেবে আমাকে ট্রাক প্রতীকে ভোট দিন।”

আনুষ্ঠানিকতা শেষে বদ্ধভূমি থেকে গণসংযোগ করে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। পরে আলমডাঙ্গা মোটরসাইকেল হাটে গণসংযোগ, লিফলেট বিতরণসহ ভিপি নুর ও গণঅধিকার পরিষদের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন প্রার্থী হাবিবুর রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.