× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

২২ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তৌফিক এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া এই চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় ১৫০ জন পাহাড়ি নারী-পুরুষ এবং ২০ জন বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। 

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, “প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.