× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন।

২২ নভেম্বর ২০২৫, ১৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

নানা আয়োজনে পালিত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার বেলা ৩টার দিকে জীবননগর সাহিত্য পরিষদের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কাটা হয়।

প্রধান অতিথি হিসেবে কেকে কাটেন বিজিএমইএ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং জীবননগর সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, রাজনীতি সাহিত্যের বাইরে না, সাহিত্যেও রাজনীতির বাইরে নয়। এটাই বাস্তবতা। সাহিত্য নিয়ে আমার নিয়ে যে আমার খুব বেশি চর্চা হয় এমন নয়, তবে এখানে এই মূহুর্তে আমার যে ব্যবসায়ীক পরিচয়, আমার যে পেশা, তার সাথে সাহিত্য অঙ্গাঅঙ্গীভাবে জড়িত।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, আমি আতঙ্কিত ছিলাম, আজকে যাদের এখানে বক্তব্য দেওয়ার কথা তাদের না দিয়ে আমাদের নেতা-কর্মীদের দেওয়া হবে। তবে সেটা হয়নি। এতে তিনি আনন্দ প্রকাশ করে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো আবু তালেবকে ধন্যবাদ দেন।

পরে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জীবননগর সাহিত্য পরিষদ থেকে উত্থাপিত দাবিগুলোর পূরণে আশ্বাস এবং সার্বিক বিষয়ে পাশে থাকার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা প্রগতিপত্রের সম্পাদক কাজল মাহমুদ। বিশেষ আলোচক ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.