× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর-২

বিএনপির প্রার্থী ড. মো: জালাল উদ্দিনের পক্ষে উঠান বৈঠক

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

২২ নভেম্বর ২০২৫, ১৮:৩২ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৫, ১৮:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর, দক্ষিণ নির্বাচনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে গণযংযোগ  ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

শনিবার  (২২  নভেম্বর)  বিকেলে  ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো:  জালাল উদ্দিনের সহধর্মিনী প্রকৌশলী শাহনাজ শারমীন।

ছেংগারচর পৌরসভার কাউন্সিলর নুরুন নাহার সেবুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহরিয়ার কামালের  পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনিছুল আওয়াল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমানান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  উজ্জল ফারাজী,মতলব উত্তর উপজেলা মহিলাদলের সভাপতি ফারজানা সরকার,সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী সহ বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠন ও মহিলাদলের নেতৃবৃন্দ  ।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহনাজ শারমীন বলেন, চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো:  জালাল উদ্দিন এবং এটাই চুরান্ত মনোনয়ন ।তাই ধানের শীষে ভোটদিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ্যহয়ে কাজকরতে হবে  তাহলেই চাঁদপুর- ২ আসনের  বিএনপির মনোনীত প্রার্থী  ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ধানের শীষে ভোটদিয়ে এমপি নির্বাচিত করে চাঁদপুর-২ আসনটি বিএনপিকে উপহার  দিতে পারব ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে  বাংলাদেশের সকল মানুষ তাদের সুযোগ- সুবিদা ফিরে পাবে তাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে  রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে ।বিএনপির কোন বিকল্প নাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.