বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমাদুল কবির হত্যাকারীদের বিচারের দাবিতে খুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে শহরের সোনাতলা মোড়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, ছাত্রনেতা ফকির মাসুম বিল্লাহ, শেখ আরিফুল ইসলাম, ইমরান মির্জা, হোসাইন তুমান, মিরাজ হুসাইন, আহমেদ জুবায়ের আকাশ, রিয়াজ উস সালেহিন চয়ন, জহিরুল ইসলাম শোভন সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ ইমাদুল কবিরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।