নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের একাধিক পিলারের ব্লকে ফাটলের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পই এই ফাটলের জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শন করে ফ্লাইওভারের ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের ব্লকে এই ফাটল শনাক্ত করা হয়।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা পিলারগুলোর ব্লকে এই ফাটল দেখতে পাচ্ছেন।
শনিবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন স্থানীয়রা ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে ফাটল পরীক্ষা করে দেখেন। তবে এই ফাটল সরাসরি ভূমিকম্পের ফলেই হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন কেউই।
এলাকাটি একটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করেন। ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দেওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, পিলারের ব্লকে ফাটল দেখা দেওয়ার বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। এ ঘটনা যাচাই করতে ইতিমধ্যে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি।