× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানের শীষ পবিত্র প্রতীক, তরুণদের প্রথম ভোট ধানের শীষে হোক : মাহমুদ হাসান খাঁন বাবু।

আব্দুল্লাহ আল মামুন।

২২ নভেম্বর ২০২৫, ২১:৪১ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৫, ২২:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“ধানের শীষ পবিত্র প্রতীক— তরুণদের প্রথম ভোট ধানের শিষের পক্ষেই হোক”—এ মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু।

শনিবার (২২ নভেম্বর) রাত আটার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ০৯ নাম্বার ওর্য়াডে রাজাপুর প্রাইমারি স্কুলের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা বিএনপি থেকে শুধুই সেই প্রতিশ্রুতিগুলো দেই যেগুলো বাস্তবায়নযোগ্য কৃষি, শিক্ষা এবং তরুণদের কর্মসংস্থান— এসব উন্নয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।”

বাবু খান আরও বলেন, “ধানের শীষ আমাদের পবিত্র প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন দফা প্রধানমন্ত্রী হয়েছেন। আল্লাহ চাইলে আগামী নির্বাচনের মাধ্যমে তরুণদের আইডল, দেশনেতা তারেক রহমানও দেশের প্রধানমন্ত্রী হবেন।”

বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনের বিষয় তুলে ধরে তিনি বলেন, “হামলা, মামলা, গুম— সবক্ষেত্রেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুধু দলেরই নয়, এই সময়ে সবচেয়ে বড়ো ক্ষতি হয়েছে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের।”

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল সর্দার, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রিকাত হোসেন, সাধারণ সম্পাদক মো. মোহাদ্দেস হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. স্বপ্ন হোসেন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, জীবননগর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, মনোহরপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. অমিদুল মল্লিক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মো. আবু : হাসানাত (রুবেল) প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতিতে পথসভাটি জমে ওঠে। 

পথসভা শেষ বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু মানিকপুর গ্রামের জনসাধারণের বিএনপির পার্টি অফিস উদ্বোধন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.