রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালহালিয়া বাজারের দক্ষিণ পাশে বান্দরবন রোড সংলগ্ন বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে ‘ক্লাস পার্টি’ উদযাপিত হয়েছে। প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পার্টিটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসি আর স্কুলের বর্ণিল সাজে পুরো প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় পরিবেশ পরিণত হয় এক মিলনমেলার আবহে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। সকালে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল এই ক্লাস পার্টির উদ্বোধন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।
বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমৎ উ. খেমাচারা মহাথের, সাবেক সভাপতি, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডা. মং সাথোয়াই চৌধুরী, সভাপতি, নারাঙগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়,আখ্যেইমং চৌধুরী, প্রধান শিক্ষক, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়,মো. শামসুল আলম, সহ-সভাপতি, পাহাড়িকা পাবলিক স্কুল,ও আয়ুব চৌধুরী, মো. সাগর, পরিচালক, এশিয়ান ওয়েলফেয়ার লিমিটেড, মো. সেলিম বাপ্পা, সভাপতি, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. মুছা সওদাগর, সহ-সভাপতি, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি, মো. শহিদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি,সুমন খান, সাধারণ সম্পাদক, রাজস্থলী প্রেস ক্লাব, উচ্চপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজস্থলী প্রেস ক্লাব,মিন্টু কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক, রাজস্থলী প্রেস ক্লাব।।
এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা নানান বর্ণিল সাজে সজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠে। তাদের হাসি, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান। বক্তারা বলেন “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। যে জাতি শিক্ষা থেকে পিছিয়ে থাকবে, তারা উন্নতির শিখরে আরোহন করতে পারবে না।”
তারা আরও বলেন -“শিক্ষার্থীদের সু-শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং তাদের জন্য ঘরে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এতে শিশুরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া বলেন, “আমাদের স্কুলের শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকেই নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চাতেও উৎকর্ষ অর্জন করুক—এটাই আমাদের লক্ষ্য। আজকের এই ক্লাস পার্টি তাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে।”
সার্বিকভাবে, আনন্দ, রঙ, আলো, সংগীত ও প্রাণচাঞ্চল্যে ভরপুর ‘ক্লাস পার্টি -২০২৫’ শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এই দিন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
