নাটোরের সিংড়ায় স্থানীয় কৃষকদের ও ভূমিহীনদের জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম গ্রামের ভুক্তভোগীরা। কৈগ্রাম বাজারে রোববার সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কার্তিক, ললিন, মাহমুদুল হাসান মাসুদ, ওমেদ আলী, মাহবুর, কৃষক জিয়াউর, জালা, আয়েজ উদ্দিন, ময়েন সহ আরো অনেক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই গ্রামে অনেক জমি দখল করে রেখেছে সাখাওয়াত হোসেন রোহান ও সুলতান আহমেদ মুন্টু নামে দুইজন ব্যক্তি।
প্রভাব খাটিয়ে এলাকার আদিবাসি, কৃষক সহ প্রায় ২০ জনের জমি, বসতভিটা কৌশলে লিখে নিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
অভিযুক্ত রোহান ও সুলতান বলেন, আমাদের বিরুদ্ধে এই মানববন্ধন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমুলক। আমরা কারো জায়গা, জমি বা বসতভিটা অবৈধভাবে দখল করিনি বা দখল করতে যাইনি।