চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সীতাকুণ্ড সদরের মুনস্টার কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “জাতির গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই বর্তমান বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার সবচেয়ে বাস্তবসম্মত রূপরেখা।”
তিনি বলেন, প্রশাসনিক স্বচ্ছতা, বিচারব্যবস্থার স্বাধীনতা, শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষা, নাগরিক নিরাপত্তা, শক্তিশালী স্থানীয় সরকার, আধুনিক ও সক্ষম রাষ্ট্র কাঠামো -সবকিছুর সমন্বিত পরিকল্পনাই রয়েছে এই ঘোষণায়।
কাজী সালাউদ্দিন বলেন, “শ্রমিক সমাজ দেশের মেরুদণ্ড। তাদের শক্তি ও অংশগ্রহণের মাধ্যমেই এ ৩১ দফার সফল বাস্তবায়ন সম্ভব হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থেকে “পরিবর্তনের আন্দোলনে অবিচল ভূমিকা রাখার” আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবুল বশর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন- এ কে এম শামসুল আলম আজাদ, জয়নাল আবেদীন দুলাল, গাজী মো. সুজা, বীর মুক্তিযোদ্ধা মো. মান্নান মাস্টার, মো. জসিম উদ্দিন মাস্টার, মাইন উদ্দিন খোকন, কাজী এনামুল বারী, মো. জাফর ভূঁইয়া, মো. আকবর হোসেন, মো. সরওয়ার কামাল, মো. সাখাওয়াত হোসেন রাসেল, এম সামসুদ্দোহা, মো. আজম কাজী, এম আর চৌধুরী মিল্টন, মো. তমাল হোসেন, আসিফ আনোয়ার মুন্না, গোলাম চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির নেতাকর্মীরা।