× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সার বিক্রেতাদের প্রতিবাদ সভা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট

২৩ নভেম্বর ২০২৫, ১৪:০৬ পিএম

খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রনবিজয়পুর প্রাইমারি স্কুল মোড় এলাকায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান খান।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন নীতিমালা প্রণয়ন হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, খুচরা বিক্রেতাদের মতামত ছাড়াই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বক্তারা আরও বলেন, দেশের কৃষি ব্যবস্থার স্বার্থে খুচরা সার বিক্রেতাদের বাদ না দিয়ে নতুন নীতিমালা সংশোধন করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

তপন কুমার মন্ডল, খান মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ সোহেল আজম, শফিকুল ইসলাম বাদল, ফিরোজ আহমেদ, বিনয় কুমার পাল, শেখ তরিকুল ইসলাম, নারায়ন দাস, শেখ মোহন আলী, শেখ নজরুল ইসলাম, অহিদুল ইসলাম, মোহাম্মদ লহর, আ. হালিম শেখ, জিয়াউর রহমান, মেহেদী হাসান, খান আল মামুন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার বিক্রেতারা।

আলোচনা সভা শেষে সকল উপস্থিত সার বিক্রেতাদের সম্মতিতে আছাদুজ্জামান খানকে সভাপতি ও মো. সোহেল আজমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.