মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সেবামূলক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে। পরীক্ষায় কিন্ডার গার্টেন স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৫ টি স্কুলের ৬১৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের আদমপুরের অয়েকপম ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলের বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।
অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, উপজেলার সকল স্কুলের আগ্রহে ৩বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৫ টি স্কুলের ৬১৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল ১১টা থেকে শুরু করে বেলা ১টা ৩০ মিনিটে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন করেন বিভিন্ন স্কুলে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা ছাড়া কোনভাবেই সম্ভব হতো না সেসব ব্যক্তিদের প্রতি অয়েকপম পরিবার চির ঋণী।
মেধাবৃত্তির পরিক্ষায় আহ্বায়ক শিক্ষক ও সাংবাদিক মুজিবুর রহমান বলেন, ‘অয়েকপম পরিবারের গুরুজন অয়েকপম রাজকিশোর সিংহের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে তার সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী অয়েকপম ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অয়েকপম ফাউন্ডেশন। মণিপুরীদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি তথা আর্থ সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে আসলেও পরবর্তীতে ফাউন্ডেশনের কার্যক্রম নিজ সম্প্রদায়ের বাইরেও পরিচালনা করছে। ফাউন্ডারের জন্মস্থান জেলার জুড়ি উপজেলায় হওয়াতে জুড়ি উপজেলাকে সঙ্গে নিয়ে জেলা ব্যাপী কাজ করার স্বপ্ন দেখেন।’
পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক শান্ত কুমার সিংহ বলেন, ‘সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজ সেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলর শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।’