মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকায় এনজিও কর্মী রুপন বিশ্বাসের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরেদের বিরুদ্ধে জুড়ী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, রুপন বিশ্বাস (২৮), পিতা-শিরেন্দ্র বিশ্বাস, পাতাকুড়ি সোসাইটি এনজিওতে চাকরি করেন এবং জাঙ্গীরাইয়ের আমান নিবাস হেলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে তার নিজস্ব মোটরসাইকেলটি বাসার নিচতলা থেকে চুরি হয়ে যায়। মোটরসাইকেলটির মডেল Galamour 13s (Bs4), রঙ নীল, ইঞ্জিন নং– JA06ERSGD00327, চেসিস নং– PSIJAS050SJE00415 এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা।
রুপন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সকালে তিনি অফিসে যান এবং দুপুরে খাবারের জন্য ভাড়াবাসায় ফিরে মোটরসাইকেলটি সিঁড়ির নিচে রেখে বাসায় ওঠেন। বিকাল ৩টা ৩০ মিনিটে তার স্ত্রী শিল্পী রায় বাইরে বের হয়ে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়দের নিয়ে অনেক খুঁজেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৬২৪৫৪২৪৯৫) থেকে রুপন বিশ্বাসের নম্বরে ফোন করে বলা হয়—একটি ব্যাগে তার অফিসের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। রুপন বিশ্বাস ব্যাগটি সংরক্ষণ করার অনুরোধ করেন। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়।
ঘটনাটি শিল্পী রায়, হেন্টু বিশ্বাস, বিকাশ দেবনাথ, অমল গোয়ালা সহ একাধিক সাক্ষীর উপস্থিতিতে থানায় জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। চোরচক্র শনাক্তে প্রয়োজনীয় সব ধরনের অনুসন্ধান ও পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন সম্ভব হবে।”