× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো: তপন মিয়া সরকার, হোমনা

২৩ নভেম্বর ২০২৫, ১৬:৩১ পিএম

কুমিল্লার হোমনায় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিনামূল্যে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ নভেস্বর দিনব্যাপী উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় লতু হাজী মার্কেটের সামনে কুমিল্লা-২ আসনের পদপ্রার্থী মো. মনোয়ার সরকারের উদ্যোগে ডাক্তার দ্বারা ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করা হয়।

এতে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। আরও উপস্থিত ছিলেন ৭নং ভাষানিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহসহ চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা।

এ সময় মনোয়ার সরকার বলেন, আমি মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মূল্যবোধ থেকেই তারেক রহমানের নির্দেশে জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে এই চিকিৎসা সেবার আয়োজন করেছি। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো সেবা থেকে বঞ্চিত, চেষ্টা করছি তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, হোমনার মানুষজন দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত মানুষের জীবনমান বদলে দিতে তিনি কাজ করতে চান। জনগণের চিকিৎসা বাসস্থান কর্মস্থলসহ জনগণের ঘরে ঘরে গিয়ে সমস্যা শুনে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.