জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। রোববার (২৩ নভেম্বরদ) দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনের মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেন। তার আহ্বানে সিপাহী-জনতা রাস্তায় নেমে আসে এবং বিপ্লব ও সংহতির পথ সুগম হয়।