রামপাল সদর ইউনিয়নে ও গৌরম্ভা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নাগরিকের অধিকার এবং বাজেট শীর্ষক দুটি মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও বিকেলে রামপাল সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের সংলাপটি পরিচালনা করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক। প্রধান অতিথি বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান, উজ্জ্বল মজুমদার, দিপ্তী হালদার, মনোজ কুমার মুখার্জী, রোজিনা বেগম ও উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রিজিয়া পারভিন।
গৌরম্ভা ইউনিয়নের সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন, মোফাজ্জল হোসেন বাবু, বিশেষ অতিথির বক্তব্য দেন, প্যানেল চেয়ারম্যান-২ চম্পক কুমার কুন্ড, ইউপি প্রশাসক এস এম শরিফুল ইসলাম। এ সময় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী।
সংলাপে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকাংশ সেবা অনলাইনভিত্তিক হলেও দারিদ্র্য, তথ্য ঘাটতি ও সামাজিক কারণে অনেক উপযুক্ত মানুষ বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি। স্থানীয় নেতৃত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে এসব সেবা আরও গতিশীল হবে বলে মত দেন বক্তারা।
দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা ও লিঙ্গসমতা অর্জনে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও আলোচনায় উল্লেখ করা হয়।
দাতা সংস্থা জেএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ‘আমরাই পারি’ নারী নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে।