সশস্র বাহিনী দিবস উপলক্ষে দুমকিতে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সোসাইটির (অসকস)উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার নতুন বাজার স্টার চাইনিজ রেস্তরাঁয় অসকস দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক বিমান বাহিনীর প্রধান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, এয়ার ভাইস মার্শাল (অবঃ)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন ফরাজি,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ্যাড.আনিসুর রহমান প্রমূখ।