× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে “তারুণ্যের ভাবনায় ধানের শীষ” তারুণ্য সমাবেশে তরুণদের ঢল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

২৩ নভেম্বর ২০২৫, ১৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

“তারুণ্যের ভাবনায় ধানের শীষ”—এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হলো তরুণদের এক মহাসমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার-৩ সংসদীয় আসনের উদ্যোগে অনুষ্ঠিত এ তারুণ্য সমাবেশে দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-যুবকদের ঢল নামে। সমাবেশস্থলে ছিল মিছিল, স্লোগান আর উচ্ছ্বাসমুখর পরিবেশ।

সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল “ আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা—সবার আগে বাংলাদেশ।”

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা দলীয় শ্লোগানে মুখরিত হয়ে শহীদ দৌলত ময়দানে সমবেত হতে শুরু করেন।

আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন রিপন এবং সঞ্চালনা করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, “এই দেশ তরুণদের, এই ভবিষ্যৎও তাদের হাতে গড়া। তাই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সামনে তুলে ধরেছেন—সেটি মূলত নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার ঘোষণা। এই ৩১ দফার মধ্যেই আছে শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই ক্ষমতার জন্য নয়—তরুণদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে।”

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন,“পরিবর্তন চান? তাহলে ভোট দিন ধানের শীষে। এই ভোট কেবল প্রতীক বদলের ভোট নয়—এটা আগামী প্রজন্মের অধিকার ফিরে পাওয়ার ভোট। তরুণদের মধ্যেই আমি পরিবর্তনের আগুন দেখছি, এই শক্তিই বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে।”

তিনি তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন,“আপনারা যে জেগে উঠেছেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা সংগঠিত থাকুন, গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে পাশে থাকুন। এই লড়াই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লড়াই।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.