গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভা নভেম্বর/২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত মাসিক এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
এ সময় জেলা কমিটির সভাপতি মোঃ আরিফ -উজ-জামান সকল সদস্যদেরকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি নিয়ম-নীতি যথাযথভাবে মেনে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন এছাড়াও বিনা হয়রানিতে সেবা গ্রহীতাদেরকে সরকার প্রদত্ত সকল ধরনের ভূমি সেবা সততা ও নিষ্ঠার সাথে প্রদান করা, অবৈধভাবে সরকারি জমি ও খাল-বিল দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা উদ্ধারের নির্দেশনা দেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউর হক (পিপিএম), গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোহাম্মদ গোলাম মোস্তফা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) মোঃ নূরুল আমিন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান ও শাহরিয়ার আহমেদ সহ জেলা মাসিক রাজস্ব সভার অন্যান্য সদস্য ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।