২৩ নভেম্বর লালমনিরহাট জেলার উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব রাজীব আহসান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, লালমনিরহাট।
সভায় লালমনিরহাট জেলার ষান্মাসিক কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মোছা: দৌলাতুন নেছা, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প। সভায় লালমনিরহাট জেলার ৪৫ টি ইউনিয়নের সাম্মাসিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট, বলেন বর্তমানে লালমনিরহাট জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার সন্তোষজনক। জেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে অব্যাহত রাখতে পিছিয়ে পড়া ইউনিয়নদের নিয়ে মাসিক ভিত্তিতে জেলায় সভা করা, ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ভিত্তিতে সভা করা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মিটিং নিয়মিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।