কুমিল্লার হোমনা পৌর সদরের থাই গ্যালারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দোকান মালিক। হোমনা পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন আলামিন এস এস থাই গ্যালারি দোকানে গতকাল রোববার (২৩ নভেম্বর) রাত ১০ টার দিকে তালাবদ্ধ অবস্থায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরে নিয়মিত তাদের মালবাহী একটি অটোরিকশা চার্জ দেওয়া হতো। ধারণা করা হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারিতে ত্রুটি (ফল্ট) দেখা দেওয়ায় সেখান থেকেই আগুনের সূত্রপাতের সম্ভাবনা।
আগুন তুলনামূলক ছোট হলেও ঘরের ধোঁয়া বেশি ছিল। তালাবদ্ধ দরজা খুলতে সময় লাগায় স্থানীয়রা পেছনের দরজা ভেঙে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় দোকানের ভেতরের সিলিং, অটোরিকশা এবং কিছু মালামাল পুড়ে যায়।
দোকান মালিক হানিফ মিয়া জানান, আমরা নিয়মিত দোকানের ভেতরেই অটো চার্জ দিতাম। আজ হয়তো ব্যাটারিতে সমস্যা হওয়ায় আগুন ধরে যায়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস না আসলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।