জামালপুরের মাদারগঞ্জে তিন দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন অটোরিকশা চালকরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার খরকা বিল-সংলগ্ন ঝালুপাড়া বালুমাঠে ২শতাধিক চালক জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
চালকদের দাবিগুলো হলো -অটোর লাইসেন্স ফি ১৬০০ টাকা ও অটোরিকশার লাইসেন্স ফি ১৩০০ টাকা থেকে কমিয়ে যথাক্রমে ৭০০ ও ৫০০ টাকায় নির্ধারণ করা,বৈধ লাইসেন্সধারী অটো যেন নির্বিঘ্নে জামালপুর শহরে চলাচল করতে পারে,নাম্বার প্লেটের নম্বর প্রতিবছর একই নম্বর রাখা ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবলু খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমির নুরুল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ও পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু।
চালকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।