চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সালাউদ্দিনের মিডিয়া সমন্বয়ক এম. আর. চৌধুরী মিল্টন।
গতকাল দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে হোটেল রাজবাড়ীতে আয়োজিত এ মতবিনিময় সভায় মিল্টন বলেন, “কাজী সালাউদ্দিন একজন পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য ও নির্যাতিত নেতা। দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে সীতাকুণ্ডে আবার গণমানুষের রাজনীতি ফিরিয়ে আনা হবে।”
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম. হেদায়েত, এম. সেকান্দর হোসাইন, নজরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। তারা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং তথ্যনির্ভর সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।