বান্দরবানের রুমা উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় ২০১৪ খ্রিস্টাব্দে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রতিষ্ঠার পর কলেজটি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। যাত্রার এক দশক পেরোলেও কলেজটির বিভিন্ন কাঠামোগত সংকট, শিক্ষক ঘাটতি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির অভাব কলেজের সামগ্রিক শিক্ষার মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে বলে অভিযোগ উঠেছে।
রুমা সাঙ্গু সরকারি কলেজে বর্তমানে মোট শিক্ষক আছেন ১১ জন, কর্মচারী তিনজন। তবে বাংলা, ব্যবস্থাপনা ও ফিন্যান্স বিষয়ের শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এসব বিষয়ে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের ছাত্রী তাজহিয়া সুলতানা বলেন, বাংলা বিষয়ে কোনো শিক্ষক না থাকায় এই বিষয়ের পাশের হার খুব কম। যদি একজন পূর্ণাঙ্গ বাংলা শিক্ষক থাকত, তবে আমাদের ফলাফল অনেক ভালো হতো।
কলেজে শিক্ষার্থীদের আনার জন্য একটি গাড়ি থাকলেও ড্রাইভার না থাকায় দীর্ঘদিন ধরে গাড়িটি অচল। ফলে দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতের ১০০ টাকা পর্যন্ত খরচ করে কলেজে আসতে হচ্ছে। এতে অনেকেই নিয়মিত ক্লাসে আসতে আগ্রহ হারিয়ে ফেলছে।
মৌমিতা চৌধুরী, তিশা বড়ুয়া ও সেতু বড়ুয়া জানান, কলেজে আসতে প্রচুর খরচ হয়। গাড়ি থাকলেও চালক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। এতে অনেকেই ক্লাস মিস করেন, আর উপস্থিতি কম হলে স্বাভাবিকভাবেই পাশের হারও কমে যায়।
রুমা সাঙ্গু সরকারি কলেজের এই বছরের এইচএসসি পরীক্ষায় এ বছর অংশ নেন ১২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন মাত্র ৮ জন, ফেল করেছেন ১১৭ জন। উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ে রুমা উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা এইবার পাশের হার কেমন হবে ।
বিগত ১০ বছরের রুমা সাঙ্গু সরকারি কলেজের পাশের হার -২০১৬: ৩০%,২০১৭: ৬৭%,২০১৮: ৩৪.২৮%,২০১৯: ৪৭.৩৭%,২০২০: ১০০%,২০২১: ৯০%,২০২২: ৮৪.২১%,২০২৩: ৫৩.৩৩%,২০২৪: ৬৩.৭৩%, ২০২৫: ৬.৪০% ( সর্বনিম্ন)
রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মার্মা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত সাময়িক পরীক্ষা, মাসিক মূল্যায়ন এবং তিন মাস অন্তর অভিভাবক সভা করলে শিক্ষার মান অনেক উন্নত হবে। তিনি আরও বলেন,অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে আরও নজর দিতে হবে। আমরা আশাবাদী, সব সমস্যা দূর হলে রুমা সাঙ্গু সরকারি কলেজের পাশের হার আবারও আগের অবস্থায় ফিরে আসবে।