মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের নবনির্মিত ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে দোয়া ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নতুন এই কার্যালয় চালু হওয়ায় জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা আরও বাড়বে। শহরের ব্যস্ত সড়কে যানজট নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার আরও জানান, নতুন কার্যালয় থেকে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি আধুনিক মনিটরিং, চেকপোস্ট তদারকি এবং মোটরযান চালকদের সঙ্গে দ্রুত যোগাযোগ রক্ষার ব্যবস্থা আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, নবনির্মিত এই কার্যালয় মানিকগঞ্জের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সহায়ক হবে।