× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভে উত্তাল

বিশেষ প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৫, ১৭:১৪ পিএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকা-১২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে  সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ও বর্তমান ১নং সদস্য, সাবেক কমিশনার জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের সমর্থনে শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভটি পান্থপথ সিগন্যাল থেকে শুরু হয়ে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দিয়ে কারওয়ান বাজার হয়ে বাংলামোটর সিগন্যালে মোড় ঘুরে সোনারগাঁও সার্কফুয়ারায়  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে  উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, যুগ্ম আহাব্বায়ক আবদুল কাদের নুটুল, আজম তৌহিদ, আরিফুরজ্জামান চপল, আসাদুজ্জামান আসাদ,কামাল সরকার শাহিন, শিল্পাঋল থানার সিনিয়র সদস্য আমজাদ হোসেন, তেজগাঁও থানার যুগ্ম আহাব্বায়ক, সাইফুল উদ্দিন মাহমুদ দুলাল, ইমাম উদ্দিন ইমাম সহ চার থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ নেছার আহমেদ বাবুসহ ও ঢাকা ১২ আসনের সর্বস্তরের জনগণ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.