× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে শুরু হচ্ছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

‎‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

‎‎তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে  মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে ফেনীতে শুরু হচ্ছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। ‎‎শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে নয়টায় উক্ত টুর্নামেন্ট উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। 

‎‎অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ‎‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে  ক্রীড়া পরিদপ্তর।

‎টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন ফুলগাজী সরকারি কলেজ বনাম ফেনী ন্যাশনাল কলেজ। পরবর্তী খেলায় অংশগ্রহণ করবেন ফেনী সরকারি কলেজ বনাম ছাগলনাইয়া সরকারি কলেজ। 

‎জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার জানান, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি উক্ত টুর্নামেন্টের তৃতীয় আসর। টুর্নামেন্টে জেলা পর্যায়ের ১২টি কলেজ অংশ নিচ্ছে।প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। 

‎আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  ‎টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নিবে। বিভাগীয় পর্যায়ে জয়ী দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.