রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায়, রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রঘোনা থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
গত ২৫ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে, এএসআই (নি.) মো. আল আমিন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চন্দ্রঘোনা থানাধীন যৌথখামার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সিআর-১৪৯/২৪ (রাঙ্গুনিয়া) মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হারুন রশিদ (পিতা - মৃত এখলাছুর রহমান, সাং—যৌথ খামার পাড়া, থানা- চন্দ্রঘোনা, জেলা - রাঙামাটি পরোয়ানাভুক্ত আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন - “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে আমরা সবসময় সতর্ক ও তৎপর। আজকের সফল অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরই প্রমাণ।”
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা জানা গেছে।