× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি)

২৫ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায়, রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রঘোনা থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

গত ২৫ নভেম্বর  রাত ১২টা ৩০ মিনিটে, এএসআই (নি.) মো. আল আমিন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চন্দ্রঘোনা থানাধীন যৌথখামার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সিআর-১৪৯/২৪ (রাঙ্গুনিয়া) মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হারুন রশিদ (পিতা - মৃত এখলাছুর রহমান, সাং—যৌথ খামার পাড়া, থানা- চন্দ্রঘোনা, জেলা - রাঙামাটি পরোয়ানাভুক্ত আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন - “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে আমরা সবসময় সতর্ক ও তৎপর। আজকের সফল অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরই প্রমাণ।”

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা জানা গেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.