ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে বহিষ্কার দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বিএনপি নেতৃবৃন্দ। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে প্রকাশ্য সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতিক তারেক রহমানকে নিয়ে কটুক্তি, ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য রাখার প্রতিবাদে এ দাবি তোলেন বিএনপি নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে বরণীয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। আমরা তার অবিলম্বে দল থেকে বহিষ্কার দাবি করছি। ইতেমধ্যেই বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাই আজ আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছি। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়রম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহবায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান,সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, যুবদল নেতা আব্দুল মান্নান পাটওয়ারী, বিএনপি নেতা নাজির পাটওয়ারী, জাকির হোসেন, মানিক মেম্বার, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন। উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।