× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৬ পিএম

ঝালকাঠির রাজাপুরে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, এ প্লাস এবং এ গ্রেড অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়।

গতকাল সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাইপাস মোড় এলাকার ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্যালয়ের মূল ফটকে ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজী’র উদ্যোগে রাজাপুর কাঠালিয়ার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যারিস্টার মঈন ফিরোজী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ব্যারিস্টার মঈন ফিরোজী’র সহধর্মীনি সাবরিনা সামাদ ফিরোজী, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আক্কাস সিকদার।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে এই প্রত্যাশা করি।

সাবরিনা সামাদ ফিরোজী বলেন, এইচএসসিতে ভালো ফল শুধু এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবো। আমরা হয়ত আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু আপনাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজী’র উদ্যোগে সংবর্ধনা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি আরও দায়িত্ববান ও অনুপ্রাণিত করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.