× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি)

২৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৯ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। 

মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের মালামাল সড়িয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তাদের ফুটপাত দখল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। তারা বলেন, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ফুটপাত দখলমুক্ত থাকলে স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন,  শহরের সড়কগুলো প্রয়োজনের তুলনায় এমনিতেই সরু তারপর যদি ফুটপাত দখল করা হয় তাহলে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। তাই আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে বলেছি। এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.