× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’

ডেস্ক রিপোর্ট।

২৫ নভেম্বর ২০২৫, ১৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে কে বা কারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ রয়েছে। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

মুগ্ধমঞ্চ তৈরির উদ্যোক্তা চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষি সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছে। খবর পেয়ে পুলিশসহ অন্যান সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতাতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.