× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

ডেস্ক রিপোর্ট।

২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো হয়েছে। এ তথ্যে ভিত্তিতে মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। অভিযানের সময় পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা। 

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারীদের আটক ও মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.