রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন নারী কে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ১০ টায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ওই তিন নারীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রুগীদের নানান ভাবে হয়রানি করে আসছেন দালাল চক্রের ওই নারীরা। রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেখানোর পর বিভিন্ন টেস্ট দিলে ওই রোগীদের হাত ধরে টেনে নিয়ে যান তাদের পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে। এর বিনিময়ে তারা ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুল আরেফিন বলেন, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর রোগীদের হয়রানি করে আছেন। অনেক বাধা নিষেধ করেও তারা মানেননি। আজ সকালে ভ্রাম্যমান আদালতে তিনজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।