× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে বিআরডিবি’র সভাপতি নির্বাচিত ছরওয়ার শোকরানা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জালালিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, মো. ছরওয়ার শোকরানা (নান্না)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের পর বিকাল ৩টায় বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) ও প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম।

সভাপতি পদে অপর প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন চাকা প্রতীকে ৬ ভোট ও মো: ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার প্রতীকে ৪ ভোট পেয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে নন্দকুমার সিংহ মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দি মাকমুদ মিয়া মাছ প্রতীকে ৬ ভোট পেয়েছেন। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আলাপকালে বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.