বান্দরবানের রুমা উপজেলায় ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (খঙএওঈ)’ প্রকল্পের আওতায় লজিক পিবিসিআরজি স্কিমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী। এতে রুমা উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা লজিক প্রকল্পের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পিবিসিআরজি স্কিম বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং লজিক প্রকল্পের পটভূমি ও উপজেলা কাজের অগ্রগতি, অপারেশন ও মেইনটেন্যান্স কমিটি গঠনের প্রয়োজনীয়তা,অপারেশনস এবং মেইনটেন্যান্স কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা ও অংশগ্রহণকারীদের মতামত, স্কিমের অপারেশনস এবং মেইনটেন্যান্স বিষয় চ্যালেঞ্জ করনীয় সুপারিশসমূহ আলোচনা বিষয় নিয়ে তুলে ধরেন।
সভাপতি জনাব মো. আদনান চৌধুরী বলেন, খঙএওঈ প্রকল্প স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে স্কিম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি কাজ টেকসই হলে তার সুফল বহু বছর জনগণ ভোগ করতে পারে। তাই প্রত্যেকটি স্কিমে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয় প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় পার্বত্য এলাকায়। তাই খঙএওঈ প্রকল্পের সহায়তা আমাদের উন্নয়ন প্রচেষ্টায় নতুন গতি যোগ করেছে। সঠিক পরিকল্পনা, তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এসব স্কিম হবে রুমা উপজেলার জন্য মাইলফলক।
এই কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ, রুমা — টঘউচ, সুইডেন ও ডেনমার্ক সরকারের সহায়তায় বাস্তবায়িত খড়এওঈ প্রকল্পের সহযোগিতায়।