ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণী সপ্তাহ উদযাপিত হয়েছে। আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজন করেন। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এইচ এম জামশেদ আজাদের সভাপতি অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো.যোবায়ের, নির্বাচন কর্মকর্তা, আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, পরিসংখান কর্মকর্তা মামুন হোসেন।