× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ১৪:৪২ পিএম

ঝালকাঠির রাজাপুরে উপজেলার অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কৈবর্তখালি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ভূমিকম্পের আগে ও পরে করনীয় বিষয়ক সচেতনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করে (২৫ নভেম্বর) মঙ্গলবার সারাদিন ডোনেশন ক্লাবের সদস্যরা।

সতর্কতা ও সচেতনতাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর সবচাইতে কার্যকর উপায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়কৈবর্ত খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়কৈবর্ত খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গিয়াসউদ্দিন মুফতি হুজুরের মাদ্রাসায় লিফলেট বিতরন করা হয়।

এসময় প্রতিষ্ঠান প্রধান গন উপস্থিত ছিলেন ও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল গাজি, প্রচার সম্পাদক আলিপ, সংগঠনের সদস্য জাকির হোসেন, নূরুল আমিন, নবীন সহ সংগঠনের একাধিক সদস্য।

ক্যম্পেইন শেষে ডোনেশন ক্লাবের কর্তৃপক্ষরা বলেন, আপনারা জানেন আমাদের দেশে ভূমিকম্প নিয়ে জনমনে খুবই আতংক বিরাজ করছে। এই আতংক থেকে মানুষকে বের করা আমাদের কর্তব্য বলে মনে করি আমরা। এই দেশ আমাদের এদেশের মাটি ও মানুষকে ভালো রাখা আমাদের কর্তব্য দায়িত্ববলে মনে করি। সেই দায়বদ্ধতার জায়গায় থেকে কেবিডিসর পক্ষ থেকে আমাদের আজকের এই লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করা।

তারা আরও বলেন, আজকে শুধু আমরা বড়কৈবর্তখালি, ছোটকৈবর্তখালি ও ফুলহার গ্রামের স্কুল ও মাদ্রাসা গুলোতে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছি। পর্যায়ক্রমে আমার রাজাপুর উপজেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যাব।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.