কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমরাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে মোহাম্মদ কালু শাহ্ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
নিহত কালু শাহ্ ওই এলাকার মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ সুরত আফজালের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিনের জমি বিরোধ নিয়ে সকালে চাচা-ভাতিজার কথা কাটাকাটির এক পর্যায়ে আলী আহমদ উত্তেজিত হয়ে কালু শাহ্কে বুকে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা আলী আহমদের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, ঘটনাপরবর্তী সময় থেকে আলী আহমদ বাড়িতেই লুকিয়ে ছিলেন। পরে পুলিশ তাকে আটক আটক করতে সক্ষম হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ভাতিজার ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ঘাতক আলী আহমেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।