× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের সাহসী ভূমিকা আগুন নিয়ন্ত্রণে

২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৭ পিএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৭ পিএম

আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “এ ব্লক”-এর চতুর্থ তলায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ধোঁয়া দেখে সেখানে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে তাৎক্ষণিকভাবে অংশ নেন।


ধোঁয়া মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়লেও তাদের সাহসী ও দ্রুত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি

ঘটনার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.