× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে সরকারি জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুসল্লীরা। বুধবার বিকেলে জেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কুচিয়ামোড়া হাজী আমিরুন্নেছা জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ দুইবার সালিশ মেনে স্বাক্ষর করলেও বর্তমানে জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে হালিম মাতুব্বর(৭০), সুজাত মাতুব্বর, রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ওই মসজিদ কমিটির সভাপতি হাজী লুৎফর রহমান মোল্লা, মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর, স্থানীয় মুসল্লী আঃ রহমান শিকদার, চান মিয়া শিকদার, জয়নাল হাওলাদার, মামুন মাতুব্বর, নুরুল হক ফকির, তোফাজ্জল হাওলাদার, আবু সাইদ মুন্সী, হান্নান মাতুব্বর, সাওন মোল্লা, শাজাহান মাতুব্বর, দিদার মাতুব্বর প্রমুখ।

কুচিয়ামোড়া হাজী আমিরুন্নেছা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী লুৎফর মোল্লা জানান, মসজিদের চলাচলের রাস্তার পাশে সরকারি দুই শতাংশ জায়গার ওপর ডোবা ছিল। ডোবাটি চেয়ারম্যানের সহায়তায় মসজিদ তহবিলের টাকা দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু সেই জায়গার পাশে বাড়ি হওয়ায় এখন জোরপূর্বক দখল করে ঘর তুলতে চায় হালিম মাতুব্বর(৭০), সুজাত মাতুব্বর, রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা। এর আগে দখল করতে চাইলে দুইবার স্থানীয় চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ ফাঁড়িতে সালিশ হয়েছে। তখন সকলে মসজিদের পক্ষে রায় দিলে স্ট্যাম্পে লিখিত হয় এবং তারাও মেনে নিয়ে স্বাক্ষর করেন। তবে এখন তারা কোন কিছুই মানছেন না। আমরা চাই মসজিদের চলাচল রাস্তা যেন উম্মুক্ত থাকে এবং ওই সরকারি জায়গা কেউ যেন দখল করে ঘর তুলতে না পারে।

দখলদাররা দাবি করেন, যাদের ঘরের পাশে সরকারি জায়গা তারাই ভোগ করবে। তাই তারা রান্না ঘর তুলেছেন।

মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর বলেন, আমি এই মসজিদের জন্য ২৫ শতাংশ জায়গা দিয়েছি। কিন্তু মসজিদে প্রবেশের রাস্তার পাশে মসজিদের ফান্ডের টাকা দিয়ে ভরাটকৃত জায়গা দখল করতে চায় পাশ্ববর্তী কয়েকজন লোক। এসময় তাদের বাধা দিলে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। পরে তাদেরকে ১০/১১ ফুট একটা ঘর তোলার অনুমতি দেয় পুলিশ। এতে মুসল্লীরা সহমত হয়েছিল। কিন্তু তারা সেটা মেনে নেয় নাই। এখন সরকারের আমাদের দাবি জায়গাটা যেন উন্মুক্ত রাখা হয়, কেউ যেন কোন ঘর তুলতে না পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.