× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

সংবাদ সারাবেলা ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ১৪:০৩ পিএম

সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত। এতে উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে এ প্রদর্শনী সেবা সপ্তাহ পালন করেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

‎জাহিদ সরকার, ‎নরসিংদী জানান,  ‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-উপলক্ষে পলাশ উপজেলায় সপ্তাহব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদশনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনী টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রদর্শনী টি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার ওসি মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম। ইউএনও বলেন, “খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।” এ সময় তিনি প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের গ্রহণ করা বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরও বলেন,

‎মো. আল আমীন,  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) জানান,  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পালিত হয়েছে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী। অনুষ্ঠানে প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।এসময় তিনি বলেন মাংশ ও গাভীর দুধের চাহিদা  মিটানোর জন্য খামারীদের উৎসাহিত করার কোন বিকল্প নেই। খামারীদের সকল ধরনের ওষুধ সরবরাহ ও চিকিৎসা দিতে সবসময়ই কাজ করবে এ উপজেলার প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ উদযাপিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া। 

মো. রাহাত হোসেন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) জানান, দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের গেইট থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ ও প্রদর্শনী মেলা। গত বুধবার সকাল সাড়ে ১১ টায় ঈশ্বরদী পৌর শহরের ডাকবাংলো চত্ত্বরে এ মেলা উদ্বোধন হয়। 

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) জানান, মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহোযোগিতায় পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট জানান, লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।“ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। হলরোড থেকে মার্চেন্ট একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয় এবং র‌্যালীটি পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন করা হয়।  প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া (ময়মসসিংহ) জানান, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি। সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর।

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এই প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মাওলা এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জেরিন জামান অনি। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন এবং দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। তিনি বলেন, “উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হতে পারে। কৃষকদের প্রশিক্ষণ, সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহযোগিতা কাজে লাগালে উজিরপুরকে প্রাণিসম্পদ উৎপাদনে মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।” তিনি খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.