লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইস্কাফ সিরাপ জব্দ এবং ১ জন আসামী আটক করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় অনন্তপুর বিওপি’র আওতাধীন অনন্তপুর ফরের মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মজিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-অনন্তপুর, পোস্ট-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১,৫০০/- টাকা সহ আটক করতে সক্ষম হয়।
অপরদিকে, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বালারহাট বিওপি’র আওতাধীন বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে টহল পরিচালনাকালীন চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ০৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই স্থানে সন্ধ্যা ৭:১৫ মিনিটে পৃথক অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে। তারা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
অন্যদিকে, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় ঝাউরানী বিওপি’র আওতাধীন ছাতরদিঘী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটরসাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেল তল্লাশী করে ০৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এছাড়া ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ঝাউরানী বিওপি’র আওতাধীন বুল্লির চৌপতি (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটরসাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেলে থাকা ৮২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ১৭ কেজি ৯০০ গ্রাম, যার সর্বমোট সিজার মূল্য ৬২,৬৫০/-টাকা এবং ভারতীয় ইস্কাফ সিরাপ ৯০ বোতল, যার সিজার মূল্য ৩৬,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৮ হাজার ৬শত ৫০ টাকা। এ ঘটনায় ১০ ভারতীয় ইয়াবা ও নগদ ২১,৫০০/- টাকাসহ আটকৃত আসামী মোঃ মজিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-অনন্তপুর, পোস্ট-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
