× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় ৪টি ভারতীয় গরুসহ আটক ১,থানায় বিজিবির মামলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৫, ১৫:২৩ পিএম

নীলফামারীর ডিমলা সিমান্তে অবৈধ ভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরুসহ মতি মিয়া(৩০)নামের এক চোরাকারবারিকে আটক করেছে ৫১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ঠাকুরগঞ্জ বিওপি ক্যাম্পের সদস্যরা।আটককৃত ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আমজাদুলের ছেলে।

এ ঘটনায় ওই বিওপির নায়েব সুবেদার মুকুল হোসেন বাদি হয়ে বুধবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিমলা থানায় আটককৃত ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তিসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।বিজিবি সুত্রে জানা যায়,বুধবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু নসিমন গাড়িতে নিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সিমান্তের মেইন পিলার ৭৯২ হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগিরডাঙ্গা মাদ্রাসার মোড় নামক স্থান দিয়ে যাচ্ছিলেন।

গোপন সংবাদ পেয়ে ঠাকুরগঞ্জ বিওপির টহলরত বিজিবি সদস্যরা গরুসহ নসিমনটির পথরোধ করলে তা রেখে তিনজন দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও নসিমনে থাকা ৪টি গরুসহ মতি মিয়াকে আটক করতে সক্ষম হন তারা।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন,ভারতীয় ৪টি গরুসহ একজনকে আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.