আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর, দক্ষিণ নির্বাচনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছেন প্রকৌশলী শাহনাজ শারমীন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সরকারী কর্মকর্তা- কর্মচারীবৃন্দদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে ভোট চান এবং
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ ড. মো: জালাল উদ্দিনের জন্য দোয়া চান তার সহধর্মিনী প্রকৌশলী শাহনাজ শারমীন।
পরে তিনি ঘনিয়ারপার বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে ভোটচান।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরবিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, গজরা ইউপি যুবদলের সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম,মহিলাদলের সভাপতি ফারজানা সরকার, সাধারণ সম্পাদক আমেনা বেগম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীসহ মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল,মহিলাদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।